শামীম তালুকদার,ময়মনসিংহ থেকে।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এস এস সি পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ ঢলে পড়ে প্রপারলি হাগিদক (১৭) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২১ নভেম্বর (রবিবার) সাড়ে ১২ টার দিকে কলমাকান্দা সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে তার মৃত্যু হয়।
প্রপারলি হাগিদক কলমাকান্দার মধুকুড়া গ্রামের সন্তোষ ম্রংয়ের মেয়ে এবং কলমাকান্দার হাটগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
কলমাকান্দা সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কিউলিপ ম্রং বিষয়টি নিশ্চিত করে জানান।রবিবার এস এস সি'র ভূগোল পরীক্ষা দিতে সকাল ১০ টার দিকে কেন্দ্রে এসেই প্রপারলি হাগিদক মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়।পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের নেতৃত্বে একটি চিকিৎসক দল এসে তাকে চিকিৎসা দেন।এতে কিছুটা সুস্হ্য হবার পর প্রপারলি হাগিদক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কিন্তু পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে আবারও সে বসার আসন থেকে হঠাৎ করে ঢলে পড়ে যায়। তৎক্ষনাৎ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ধারণা রক্তশুণ্যতা থেকে তার মৃত্যু হয়েছে।