মোঃ আব্দুর রাজ্জাক রাজা ।
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নাগরপুরের ভারড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, শাহজানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ইদ্রিস মাস্টার-৭৫) ১০ শুক্রবার সকাল ৬:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি শিক্ষকতা ছাড়াও, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অদ্য বাদ আছর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র শাহজানী স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরশায়িত করা হয়। তাঁর মৃত্যুতে শোক সন্তষ্ট পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সিফাত-ই-জাহান। এই বীরের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর, ইউনিয়ন কমান্ডারবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এম.এ মতিন ছামী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম সহ এলাকার বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক, রাজনীতিবিদ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুল-কলেজের ছাত্র উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছে।