মীরসরাই প্রতিনিধি মোঃ হামিদুর রহমান:::
মীরসরাই উপজেলা ০৪নং ধুম ইউনিয়নের মোবারকঘোনা আবাসন প্রকল্পে নতুন বছর উদ্বোধন হলো আনোয়ারা বেগম নূরানী শিশু একাডেমী।
১লা জানুয়ারি (শনিবার) বিকাল ০৩ঘটিকার সময় মীরসরাই উপজেলা ০৪নং ইউনিয়নের মোবারকঘোনা আবাসন প্রকল্পে শফিউল্লাহ চৌধুরী ফাউন্ডেশন এর সভাপতি কামরুল ইসলাম চৌধুরী মহোদয় নতুন বছরে উদ্বোধন করেন আনোয়ারা বেগম নূরানী শিশু শিক্ষা একাডেমী।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন শফিউল্লাহ চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা নুর হোসেন সভাপতিত্ব করেন আনোয়ারা বেগম নূরানী শিশু শিক্ষা একাডেমী প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪নং ধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম এ হায়দার উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৪নং ধুম ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাফর আহমদ খোকা।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ মোবারকঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মির্জা জসিম উদ্দিন।
প্রধান অতিথি এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া তার বক্তব্যে বলেন সরকার এ আবাসন প্রকল্পে মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের মাঝে উন্নত জীবনযাত্রা প্রদানের লক্ষ্যে ঘর উপহার দিয়েছেন।
সামনেও সরকার আবাসন প্রকল্পের এই হত দরিদ্র মানুষদের মাঝে অনেক সুযোগ-সুবিধা প্রয়োগ করবে।
এছাড়াও তিনি বাংলা বাজার থেকে আবাসন প্রকল্পের রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে শফিউল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন আমি পূর্বে ছিলাম বর্তমানে আছি আছি এবং আমি থাকবো ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমি চাই এখান থেকে একজন ছাত্র-ছাত্রী দেশের নামকরা প্রতিষ্ঠানে পড়তে পারে এটাই হচ্ছে আমার গর্ব এটাই হচ্ছে আমার লক্ষ্য।
পরে মরহুমা আনোয়ারা বেগমের মাগফেরাত কামনায় এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। শেষে ছিন্নমূল আবাসনপ্রকল্পে মানুষদের শফিউল্লাহ চৌধুরী ফাউন্ডেশন এর পক্ষ থেকে জামা ,টুপি এবং ব্যাগ উপহার দেওয়া হয়।