নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের শুটি কালিতলা রাস্তার পর্শে থেকে অজ্ঞাত ব্যক্তির বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা লাশটি রাস্তার পর্শে দেখে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারনা, ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার। ওই অজ্ঞাত ব্যক্তির দুই চোখ তুলে ফেলা হয়েছে। এ ছাড়াও তার লিঙ্গ কেটে ফেলা হয়েছে। ঘটনার বিবরণে পুলিশ প্রাথমিক ধারণা করছে পরকিয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে৷ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হত্যার পর চেহারা কেউ যেন চিনতে না পরে সে জন্য বিকৃত করে লাশটি রাস্তার পার্শে ফেলে গেছে। ব্যক্তির পরিচয় জানতে ও হত্যার রহস্য উদঘাটনে আমাদের টিম কাজ করছে।#