নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ৷ এছাড়াও আহত হয়েছে দুইজন।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলায় কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ময়নুল ইসলাম (২৬)। আহতরা হলেন একই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)। দুজনের মধ্যে জালাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তাঁরা নিয়ামতপুর উপজেলায় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে একটি মোটরসাইকেল করে নিজ গ্রামে ফিরছিলেন। এসময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়নুল ইসলামের মত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার পরিদর্শক তদন্ত মেহেদী মাসুদ।