জিল্লুর রহমান, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রোজিনা খাতুন পারভিন (বক মার্কা) এর খুলি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধা ৭ টায় উপজেলার কালের পাড়া ইউনিয়নের চকপাতা গ্রামে এ খুলি বৈঠক অনুষ্ঠিত হয়।
সানচু রহমান সঞ্চু ফকিরের সভাপতিত্বে খুলি বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রোজিনা খাতুন পারভিনের স্বামী নজরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন আমরুল খান, নজরুল ইসলাম মিঠু, আব্দুর রহমান ফকির, ভেলু মিয়া, শাহিন মিয়া, আসিফ, রহমাতুল্লাহ জনি, উজ্জল, গাজিউর রহমান, আলমগীর মন্ডল, বাবুল মিয়া ও বাদল মিয়া প্রমুখ।