নিজস্ব প্রতিনিধি সরদার বাদশা।
খুলনা ডুমুরিয়া উপজেলার ১নং ধামালিয়া ইউনিয়নের ৭নংওয়ার্ডের টোলনা গ্রামে পুলিশের অভিযানে আজ বৃহস্পতিবার নগত ৫,৫০০ টাকা, জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে চেচুড়ি ক্যাম্প পুলিশের একটি দল টোলনা গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়ি টোলনা গ্রামের হুমায়ুন গাজী (৪৫) মোহাম্মাদ আলী মোল্যা (৪৫) মনিরুল ফকির (৩৫)মোঃ হালিম বিশ্বাস (৪০)কে জুয়া খেলারত অবস্হায় গ্রেপ্তার করা হয়। এ সময় ধৃত জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে তাস,নগত ৫,৫০০ টাকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু করে আসামীদের আদালতের মাধ্যমে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।