সন্তোষ কুমার সাহা, ধামইরহাট, ( নওগাঁ)ঃ
নওগাঁর ধামইরহাটে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মালাহার নামক গ্রামের মৃত রফিক উদ্দিন মন্ডলের ছেলে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন শরীরে বিভিন্ন রোগ নিয়ে গত একসপ্তাহ পূর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধাবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ এলাকায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
এদিকে মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেনের মৃত্যুতে উপজেলার সকল রাজনৈতিক মহল, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, ধামইরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।