সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নেশা জাতীয় ২০পিস টাপেনটাডল ট্যাবলেটসহ ৩জন মাদক ব্যাবসায়ীকে ধামইরহাট থানা পুলিশ আটক।
বুধবার (১লা সেপ্টেম্বর) রাতে উপজেলার আঙ্গরত কলোনী নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন- একই এলাকার মো. ছালামিরের ছেলে মো. আবু রায়হান (২১), দক্ষিণ ভগবানপুর এলাকার মৃত আব্দুর ছামাদের ছেলে মো. ইমন হোসেন (১৯) এবং ধুরইল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. মামুন হোসেন (২৮)
জানা গেছে, ওইদিন রাতে ডিউটি চলাকালীন সময়ে ধামইরহাট থানার এসআই মাসুদ রানা ও শাহজাহান আলীসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন ১নম্বর আসামীর নানা মো. খোরশেদ হোসেন (৫০) এর বসত বাড়ির আঙ্গিনায় তিনজন মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০পিস টাপেনটাডল ট্যাবলেট উদ্ধার এবং ১টি লাল রেজিস্ট্রেশন বিহীন ডায়াং ৮০সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, আসামীদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।