সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো. শহীদুজ্জামান সরকার এমপি
এসময় প্রশিক্ষিত ১৫ জন যুবদের মাঝে ৭ লক্ষ ৭০ হাজার টাকার যুব ঋণের চেক ও সনদ বিতরণসহ যুব সংগঠকদের পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোছা. শাপলা খাতুন।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ছাবিনা এক্কা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রাকিবুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।