ধামইরহাটে চাচার হাত ভেঙ্গে দিলো ভাতিজা
সন্তোষ কুমার সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁ জেলার ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার হাত ভেঙ্গে দিয়েছে ভাতিজা। মারপিটের ঘটনায় চাচা সহ ৪ জন জখম হয়েছেন। গুরুত্বর অবস্থায় চাচা জিল্লুর রহমানকে রামেক হাসপাতালে রেফার্ড করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ, রবিবার ১২ ডিসেম্বর সকাল ১০ টায় খেলনা ইউনিয়নে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লোদিপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জিল্লুর রহমান পরিবারের লোকজন নিয়ে ডোবায় মাছ ধরছিলেন, উক্ত সম্পত্তি নিজের দাবী করে প্রতিপক্ষ মৃত সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান, বকুল হোসেন, হারুন ও শাহেব আলী গং চাচা জিল্লুর রহমানের (৫৯) উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় মারপিটের একপর্যায়ে চাচা জিল্লুর রহমানের হাত ভেঙ্গে দেয় ভাতিজারা। এ সময় তাকে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করতে এলে জিল্লুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৩২), মাহাবুর রহমান (২৮) ও জামাই নুরনবী (৩০) জখম হয়। স্থানীয়দের সহযোগিতায় জখমীদের ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মারাত্বক জখমী জিল্লুর রহমানকে রামেক হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা জানান, লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।