নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা :
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। কারণ আমাদের এ দেশ অসাম্প্রদায়িক চেতনামূলক দেশ। আমরা যার যার ধর্মের সময় আমরা সবাই আনন্দে মেতে উঠি।
বৃহস্পতিবার সকাল ১০টায় নিয়ামাতপুর জেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজার উদযাপন প্রস্তুতিমূলক সভায় খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেছেন।
মন্ত্রী বলছেন, দর্শনার্থীরা অবশ্যই মাক্স পরে থাকবেন এবং যাদের মাক্স নেই তাদের মাক্স দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করবেন। আমরা নিজেরাও সুরক্ষা থাকবো, অপর কেউ সুরক্ষা রাখবো।
মন্ত্রী বলছেন, দর্শনার্থীরা অবশ্যই মাক্স পরে থাকবেন এবং যাদের মাক্স নেই তাদের মাক্স দিয়ে প্রবেশ করার ব্যবস্থা করবেন। আমরা নিজেরাও সুরক্ষা থাকবো, অপর কেউ সুরক্ষা রাখবো।
তিনি আরো বলেন, পূজায় কোন মাদক সেবন করা যাবে না এবং অশ্লীল কোন গান-বাজনা ও চলবেনা। আযান ও নামাজের সময় মাইক বাজানো যাবেনা । নামাজের টাইম গুলো পার্শ্ববর্তী মসজিদের ইমামদের থেকে সময় সূচি লিখে পূজার পূরুহীদদের কাছে অথবা মন্দিরের সামনে রাখতে হবে।
যাতে কোন বিশৃংখলা না ঘটে, এসব অবশ্যই পালন করতে হবে। কেননা আমরা অপরের ধর্মকে শ্রদ্ধা করব, অপেরা ও আমাদের ধর্মকে শ্রদ্ধা করবে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ , নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, হাজীনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, ভাবিচা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ওবাইদুল হক, ভাবিচা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু,পাড়ইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সৈয়দ মজিব গেন্ধা, শ্রীমন্তপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আজহারুল ইসলাম বুলু প্রমুখ।