মোঃ রুমন হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকা আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মন্ডল বংশের উপর পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগে প্রায় ২০ জন আহত হয়েছে। খাঁ ও সিকদার বংশের লোকজন যৌথভাবে হামলা চালায় বলে আহত মন্ডল বংশের লোকজন অভিযোগ করেন। আহতদের মধতে দগ্ধ-আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ জন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় তিন বংশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা পাল্টা হামলার ও সংঘর্ষ এর ঘটনা ঘটে আসছে। এঝানে প্রশাসনের ভুমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।