এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ(সিরাজগঞ্জ ) প্রতিনিধি ।
সিরাজগঞ্জের তাড়াশে অনেক পুরাতন কাঁচা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার আর এইচ ডি হতে মাধাইনগর হাট পর্যন্ত ৫০০মিটার রাস্তা ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করেন (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) সিরাজগঞ্জ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি বলেন, আর এইচ ডি হতে মাধাইনগর বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘ দিনের পুরাতন ও চলাচলের অনুপযোগী হওয়ায় সাধারণ মানুষ জনের চলাচলে বিঘ্ন হচ্ছিল। অত্র এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণের লক্ষ্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এই রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে আশেপাশের এলাকার কয়েকটি গ্রামের জনসাধারণের চলাচলের সুবিধা হবে ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনিস প্রধান, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আঃ সালাম,
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,তালম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলামিন কায়সার,সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোনায়েম হোসেন জেমস প্রমুখ।