শহিদুল ইসলাম, ফেনী প্রতিনিধি ।
ফেনীর সোনাগাজীতে "সততা সংঘের " উদ্যোগে ঢাকা আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ স্মরণে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান ( ১৪ আগষ্ট) শনিবার বিকেলে চরমজলিশপুর ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম, এ, হোসেনের সভাপতিত্বে ও সততা সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চরলক্ষ্মীগন্জ ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মিঞা, ওসমানীয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইসমাইল, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম সুমন, ওসমানীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব ওমর ফারুক, চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, চরলক্ষ্মীগন্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু জাফর, ওসমানীয়া উচ্চবিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুল মান্নান ফারুক, বিশিষ্ট ব্যাবসায়ী মনির উদ্দিন মনি, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, তাকিয়া বাজার ব্লাড ডোনেট অর্গানাইজেশনের সভাপতি নুরুল আবছার প্রমুখ। উল্লেখ্য গত ৮ আগষ্ট সন্ধায় ঢাকার একটি হাসপাতালে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন।