সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আজ বৃহস্পতিবার(১৬ডিসেম্বর) ভোর রাতে শরাফপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত এবং গাঁজাসহ ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশের এসআই মোঃ হামিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে থানার শরাফপুর গ্রাম এলাক থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতের ১বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আলামিন সরদার (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে। অপর দিকে তৈয়বপুর গ্রাম থেকে ৫৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ সরদার (৩২) গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুুতি চলছে।