সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আসামীদের গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হামিদুল ইসলাম সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে থানার গোলগাতিয়া বাজারস্হ গাবতলা মোড় এলাকা হতে মাদক ব্যবসায়ী থানার কোমলপুর গ্রামের আমানুল্লাহ ফকির(২৫),গোলনা গ্রামের ইয়াসিন মোল্যা(২৫),যশোর জেলার কেশবপুর থানার সন্ন্যাসগাছা গ্রামের শামীম মিয়া(১৯) এবং একই এলাকার সোবহান সরদার(২২)কে ২৫ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,ধৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।