সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
জামায়াতের ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতা মিয়া আব্দুল হামিদ (৯০) গতকাল ১৭/১০/২০২১ তারিখ রবিবার দুপুর দেড়টার দিকে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)মৃত্যুকালে তিনি দশ সন্তান, স্ত্রীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের ১ম নামাজে জানাজা গতকাল বাদ মাগরিব ঢাকাতে অনুষ্ঠিত হয়। ২য় বার আজ ১৮/১০/২০২১সোমবার বাদ আসর খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার শিরোমণি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র জানায়।
প্রসঙ্গত্ব, মরহুম মাসাধিকাল যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার কল্যানপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি জটিল রোগে আক্রান্ত হন। ২০১৪ সালে তার হার্টের বাইপাস সার্জারি হয়। ২০১৬ সালে ফুসফুস ইনফেকশন এবং ২০২০ সালে প্রস্টেস্ট অপারেশন হয়। গত সেপ্টেম্বরে তার সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ছিলেন। সবশেষ ৯ অক্টোবর অবস্থার অবনতি হলে ডাক্তারের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।