নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।
খুলনার ডুমুরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার(১৮অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ মনিরুজ্জামান মোঃ মনিরুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনীতিবিদ ও সূধী সমাজের নেতৃবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি দিবসটি উপলক্ষে উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে ১০০টি তাল এর চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গৃহীত হয়।