সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।
ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ পড়ুয়া ছাত্র গোপাল জোয়ার্দার (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। (২২ মার্চ) মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের গজেন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার গৌরাঙ্গ জোয়ার্দারের ছেলে। নিহত পরিবার, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গোপাল সে নিজ বাড়িতে রান্না ঘরের বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য তার দিয়ে লাইন ঠিক করছিল। কিন্তু শকসার্কিট সৃষ্টি হয়ে সে গুরতর আহত হন। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায় ।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান,খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে।