সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধ।
ডুমুরিয়ায় শিরিশ গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুর রশিদ গাজী (৩৮) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন রাজ মিস্ত্রী ছিলেন।
গতকাল (৫ মার্চ শনিবার) উপজেলার জেলের ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সে ভান্ডারপাড়া ইউনিয়নের রাজিবপুর এলাকার আরজান গাজীর ছেলে। নিহতের স্ত্রী শারমিন বেগম জানান, ঘটনার দিন দুপুরে গুটুদিয়া ইউনিয়নে জেলের ডাঙ্গা এলাকার বলরাম মন্ডলের বাড়ির আঙ্গিনায় থাকা বড় একটি শিরিশ গাছে ডাল কাটতে উঠে। ওই গাছের নিচে ছিল একটি বিদ্যুৎ লাইন। ডাল কাটার একপর্যায়ে কর্তনকৃত একটি ডাল অসাবধানতা বশতঃ ওই তারে জড়িয়ে সে গুরতর আহত নীচে এসে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।