নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা।
ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট মাদক ব্যাবসায়ি সৈয়দ শফিকুল ইসলাম হিন্দল (২১) কে গ্রেফতার করেছে। সে যশোর জেলার অভয়নগর থানাধীন নাউলী মীরপাড়া গ্রামের সৈয়দ তাহাজ্জুত আলির ছেলে। গতকাল আসামী কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়,মাদক বিক্রির গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার বরুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে কাছে লুকিয়ে রাখা মাদক দ্রব্য ২৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ি । ঘটনার সাথে জড়িত থাকার অপরাধের মাদক আইনে মামলা রুজু হয়েছে।