সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ান ভুক্ত ২২ জন আসমি গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ ফেব্রয়ারি) আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ০৮জন, জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১১ জন ও জুয়া মামলায় গ্রেফতার কৃত আসামী ৩ জনসহ সর্বমোট ২২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, আজ মঙ্গলবার আসামিদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধী দমনে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।