সরদার বাদশা,
নিজস্ব প্রতিনিধি ।
ডুমুরিয়ায় দলিতের ইন্টিগ্রেটেড হেলথ অ্যাওয়ারনেস এন্ড সার্পোট প্রোগ্রাম আয়োজনে ও ইতালিয়ান দাতা সংস্থা সিওই এর অর্থায়নে লার্নিং এন্ড শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় (২৩ শে ডিসেম্বর ২০২১) তারিখ চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত শেয়ারিং সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার নিতাই চন্দ্র দাস। দলিত হাসপাতালের ব্যবস্থাপক মিলন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ দাস, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাবেক সাধারণ সম্পাদক গৌতম রাহা, সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, শিক্ষক শাহ নেওয়াজ সরদার, দেবাশীষ বিশ্বাস, কার্তিক চন্দ্র দাস প্রমুখ।