সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি ।
খুলনার ডুমুরিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্হা দলিত এর উদ্যোগে ফুটপাতে জুতা তৈরীর কারিগরদের কোভিড -১৯ সচেতনতা বার্তা সম্বলিত ছাতা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(২২ডিসেম্বর)সকালে ডুমুরিয়া উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যদেন দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক হাওলাদার , উপজেলা শিক্ষা কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জুয়েল।
আরো উপস্হিত ছিলেন দলিত'র প্রশাসন ও হিসাব রক্ষণ কর্মকর্তা হরিচাঁদ দাস,সহকারি মেডিকেল অফিসার তন্নিমা দাস,ফিল্ড সুপার ভাইজার সামছুন্নাহার প্রমূখ।
অনুষ্ঠানে ৬০ জন ফুটপথে জুতা তৈরীর কারিগর ও সবজি বিক্রেতাকে কোভিড -১৯ সচেতনতা বার্তা সম্বলিতছাতাসহ হ্যান্ড স্যানিটাইজার,সাবান মাস্ক বিতরন করা হয়।
সভাটি পরিচালনা করেন দলিত এর প্রকল্প ব্যাবস্থাপক বিনয় কৃষ্ণ রানা।
সভায় স্থানীয় পর্যায়ে সরকারী কর্মকর্তা,জনপ্রতিধি, সাংবাদিক,প্রতিনিধি,হতদরিদ্র পদুকা শ্রমিকগণ উপস্হিত ছিলেন।