প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২১, ৭:৩০ এ.এম
ডুমুরিয়ায় জুয়া খেলারত অবস্থায় জুয়াড়ী আটক ৬
রাশিদুজ্জামান সরদার ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
জুয়া মুক্ত ডুমুরিয়া থানা গড়ার লক্ষ্যে খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৭জুলাই আনুমানিক দুপুর ২টা ২৫ মিনিটে আরাজি সাজিয়াড়া গ্রামের কালিবাড়ী মোড় মাছের আড়ৎ এ জুয়া খেলারত অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম সহ ০৬ জন জুয়াড়ী গ্রেফতার।
ডুমুরিয়া থানা পুলিশ সুত্রে জানা যায় সাজিয়াড়া গ্রামের কালিবাড়ী মোড় মাছের আড়ৎ থেকে
ডুমুরিয়া থানার আরাজি সাজিয়াড়া গ্রামের
মৃত: মানিক শেখ এর পুত্র
১.রোস্তম শেখ (৫০)
মৃত: আব্দুল আজিজ
এর পুত্র ২.আব্দুল গফফার (৫০)উপজেলার চিংড়া গ্রামের মৃত: আঃ সামাদ জোয়ার্দ্দারের পুত্র ৩. শাহাদৎ জোয়ার্দ্দার (৪০)
উপজেলার বালিয়া খালি গ্রামের রজব আলী গাজীর পুত্র ৪.মোঃ রফিকুল ইসলাম (৪৫)মলমলিয়া গ্রামের ইসলাম বাওয়ালীর পুত্র ৫.সালাম বাওয়ালী (৪৬) গোলনা গ্রামের মৃত: রাজা খান এর পুত্র ৬.জাকির খান (৪৪)সর্ব জেলা খুলনাদ্বয়কে আটক পুর্বক জুয়াড়ি মামলায় কোর্ট হাজতে প্রেরণ করেছেন।
উক্ত বিষয়টি নিশ্চিত করেন ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ওসি মোঃ ওবায়দুর রহমান।
সম্পাদক : নিবাস ঢালী । বার্তা সম্পাদক : আশিষ কুমাৱ সাহা । প্রধান কার্যালয় এবং বার্তা অফিস : ৬৪/১,(খ) হাজী ইসমাইল লিংক রোড ৯১০০ খুলনা। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 banglarprottoy.com. All rights reserved.