সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি।
জাতীয় শ্রমিক লীগ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে গতকাল( ৪ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে শ্রমিক লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ও জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএম জাফর। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, রফিকুর রহমন রিপন, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এম সুলতান আহমেদ, সরদার আবদুল গণি। উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম লিটুর পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, মহনগর সাধারণ সম্পাদক রণজিত কুমর ঘোষ, জেলা শাখার মঞ্জুর মোরশেদ রাহাদ, শেখ মোহন, সোহাগ হাওলাদার, চঞ্চল আহম্মদ খান, ফিরোজ আহমেদ, সুরঞ্জন রায় রঞ্জন, মোঃ ওয়াদুদ হোসেন ওদুদ, কামাল বাওয়ালী, মোঃ হলিম সরদার, কাদের গাজী, শেখ তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, শেখ রিজাউল ইসলাম, মোঃ সালাউদ্দিন গাজী, অভিজিত কুমার, মোঃ আলমগীর হোসেন, জগদীশ মন্ডল প্রমুখ।