সরকার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।
খুলনা ডুমুরিয়ায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা'র আয়োজনে (রবিবার) ৮ই মে সকাল ১০টায়, উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে,সহকারী কমিশনার(ভূমি) মামুনুর রশিদের সভাপতিত্বে,এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে সিআইজি চাষিদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও খুলনা-৫ আসনের এমপি নারায়ন চন্দ্র চন্দ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা মৎস্য অফিসার জয়দেব পাল। এসময় আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ, সাংবাদিকগন, মৎস্য চাষী, অনুষ্ঠানে সকল উপকারভোগী ও লিফগন উপস্থিত ছিলেন।