সরদার বাদশা ,
নিজস্ব প্রতিনিধি।
ডুমুরিয়ায় আবারও ইউপি নির্বাচন। উপজেলার মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দু‘প্রতিদ্বর্ন্বী প্রার্থী (চাচা ভাইপো) সমভোট পাওয়ায় আগামী ২৪নভেম্বর পূর্ণরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ১১নভেম্বর ইউপি নির্বাচনে মাগুরখালী ইউনিয়নে ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আহম্মদ আলী সরদার (তালা) ও ইউনুস সরদার (মোরগ) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সমভোট পান। যে কারনে ওই ওয়ার্ডে আগামী ২৪নভেম্বর পূর্ণরায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য আহম্মদ আলী সরদার ও ইউনুছ আলী সরদার আপন চাচা ভাইপো।