সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।
ডুমুরিয়ায় আওয়ামীলীগের ১৩নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার রংপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রাম প্রসাদ জোদ্দার এর নৌকা প্রতিকের বিরুদ্ধে এবং দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৩জন নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনে সহযোগিতা করার প্রমান পাওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদেরকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিকৃতরা হলেন রংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথী মলিক, সদস্য অনুপ বসাক, সদস্য প্রসেন মলিক, ৪নং ওয়ার্ডের সাধারন সম্পাদক কুমারেশ সরকার, সদস্য সমারেশ মন্ডল, ৫নং ওয়ার্ডের সভাপতি নির্মল জোদ্দার, প্রতুল বিশ্বাস, মুরারী মোহন মলিক, চিত্ত রঞ্জন হালদার, নিশিকান্ত মলিক, তপন মন্ডল, গোকুল হালদার, জোদ্দার রনজিত কুমার। রংপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাম প্রসাদ জোদ্দার ও সাধারন সম্পাদক আদিত্য কুমার মন্ডল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।