সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।
ডুমুরিয়ায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় তিন সন্তানের জননী ও তিন সন্তানের পিতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাদেরকে আটক করা হয়।
ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ কুমার জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলা খর্ণিয়া গ্রামের মৃত শহর আলী মোড়লের পুত্র ও তিন সন্তানের পিতা আব্দুল রাজ্জাক মোড়ল(৪২) সাথে রানাই গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর কন্যা ও তিন সন্তানের মাতা নাসিমা বেগম(৩৫) তার পিতার বাড়ির একটি কক্ষে অনৈতিক কাজে লিপ্ত ছিল। দীর্ঘদিন ধরে এভাবে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম অসষ্টুটির সৃষ্টি হয়। একারণে মঙ্গলবার রাতে তারা অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হাতে নাতে ঘরে ফেলে এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতা তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এব্যাপারে আটককৃত মহিলার স্বামী হাফিজুর রহমান শেখ বলেন, তার স্ত্রী পরকিয়ার কারণে স্বামীর বাড়ি ছেড়ে পিতার বাড়িতে চলে যায় এবং রাজ্জাকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তিনি অনেক চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে পারেনি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ওবাইদুর রহমান জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।