ডুমুরিয়া গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেখ মুজিবের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত।
তুষার কবিরাজ ডুমুরিয়া খুলনা প্রতিনিধি।
ডুমুরিয়া গুটুদিয়া আওয়ামী লীগ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। গতকাল বিকাল চার টায় গুটুদিয়া অক্রুর চন্দ্র বান্ধব মাধ্যমিক বিদ্যালয়ে শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন। গুটুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত আহবায়ক কাজী আব্দুল মজিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন ডুমুরিয়া ফুলতলার জনদরদি নেতা এমপি বাবু নারায়ণ চন্দ্র চন্দ বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু রবীন্দ্রনাথ মন্ডল, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আলী আজগর তারা, ডুমুরিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক, আরো উপস্থিত থাকেন জেলা পরিষদের সাবেক মহিলা সদস্য শোভারানী হালদার, যুবলীগে আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ,আরো উপস্থিত থাকেন গুটুদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজু রানী রায় গুটুদিয়া ইউনিয়ন লীগের যুগ্ন আহবায়ক বাবু পরিতোষ মন্ডল, সদস্য সচিব সরদার মাসুদ রানা,ইজ্জাত আলী মোড়ল মেহেদী হাসান মিন্টু, কাজী আসাদ সঞ্জয় নাথ নুরুল ইসলাম, আজারুল ইসলাম ফকির হালদার শিশির ফৌজদার, তাপস ফৌজদার, যুবলীগের আহবায়ক দিলীপ মন্ডল আতিয়ার সরদার, মনজু্ মোড়ল শ্রমিক লীগের আহবায়ক মফিজুল ইসলাম সানা, যুবলীগ নেতা মেহেদী হাসান রাজা গুটুদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক উপস্থিত থাকেন।