তুষার কবিরাজ খুলনা প্রতিনিধি।।
ডুমুরিয়ার পল্লীতে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে প্রনব রায় (৪৫) নামের এক মাছ ব্যবসায়ি আত্নহত্যা করছে।
সে উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়িয়া এলাকার পিং মৃত,গৌর রায়ের ছেলে। গতকাল শনিবার বিকেলে লাশের ময়নাতদন্ত শেষে কুলবাড়িয়া নিজ পারিবারিক মহাশ্মশানে অন্তেষ্টিক্রিয়া সমপন্ন করা হয়েছে। গত শুক্রবার
(২৭ অক্টোবর)সন্ধ্যা রাতে কুলবাড়িয়া স্লুইসগেটের পাশে তার নিজ মাছের আড়তের কক্ষে আড়ার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি।
স্থানীয় লোকজন এবং নিহতের পরিবার সুত্রে জানা গেছে সম্প্রতি তিনি নানা ভাবে ঋনগ্রস্থ হয়ে পড়েছিলেন। বিভিন্ন সময় পাওনাদারা তাকে তাগাদা দিতে বাড়িতে আসতে থাকে। একপর্যায়ে ঋনের চাপ সইতে না পেরে সে অাত্নহত্যার পথ বেছে নেয়।
এবিষয়ে এসআই কেরামত আলী জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে,