সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা ডুমুরিয়ার উপজেলার ৭নম্বর শোভনা
ইউনিয়েনের দক্ষিণ চিংড়া আনসার ভিডিপি মাঠে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহি ৮ দলীয় হা - ডু - ডু খেলায় ডুমুরিয়া ডিপো মালিক সমিতি হা - ডু - ডু দল উত্তর চিংড়া উজির আলী লাটভাই দলকে পরাজিত করে শিরোপা অর্জন করেছে।গত শনিবার( ১৯ই ডিসেম্বর)
দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে হাজার হাজার নারী - পুরুষ খেলাটি উপভোগ করেন।বিভিন্ন অঞ্চল থেকে আগত ৮ টি দলের মধ্যে চুড়ান্ত পর্বে ফাইনাল খেলায় ডুমুরিয়া ডিপো মালিক সমিতি হা - ডু - ডু দল ১-০ গোলে উত্তর চিংড়া উজির আলী লাটভাই দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে এবং কৈয়া এলাকার বাপ্পি রহমান সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন । খেলাটি পরিচালনা করেন মফিজুর রহমান হালদার ও ধারাবর্ষে ছিলেন শেখ জিল্লুর রহমান।খেলা শেষে পরিচালনা কমিটির সভাপতি ওয়াহাব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ সদস্য মোঃ মোশারেফ হোসেন বাবু।খেলা উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য।আলোকিত অতিথি ছিলেন জিয়ালতলা মহামায়া আশ্রমের আশ্রমাধ্যক্ষ নারায়ন চন্দ্ৰ গোস্বামী । এসময় বক্তব্যদেন নওশের আলী বাগাতি , কামরুজ্জামান টিপু , ইউপি সদস্য শেখ আব্দুল কাদের , হাফিজুর বাগাতি , মোঃ বাবুল মোল্যা , ডিপো মালিক সমিতি সভাপতি ইমরান হোসেন মোড়ল , সম্পাদক মোঃ লিটু হালদার , উপদেষ্টা তৈয়বুর রহমান মোড়ল প্রমূখ।সভা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি এলইডি পুরস্কার তুলে দেন ।