সরদার বাদশা নিজস্ব প্রতিনিধি।
খুলনা ডুমুরিয়া থানার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম পিতা মৃত আব্দুল শেখ তার বাড়ীর সামনে থেকে ফিল্ম স্টাইলী ঘরবাড়ি ভাঙচুর ও গাছ কর্তনে অভিযোগ করেছে ডুমুরিয়া থানায়, অভিযোগের বিষয়ে জানা গেছে। মোঃ সোহরাব হোসেন (৪০), পিং- আব্দুস সামাদ, সাং- মেছাঘোনা, থানা- ডুমুরিয়া, জেলা- খুলনা।
সে ১০-১৫জন লোক এনে মোঃ সিরাজুল ইসলামের তৈরি করা ঘর ভাংচুর ও গাছ কেটে ফেলেছে। অভিযোগে আরো জানা গেছে।তার ভোগদলীয় ডিসিআরকৃত নিম্ন তপশীল বর্নিত বসত বাড়ীর সম্পত্তি লইয়া পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত সম্পত্তি দীর্ঘ ৩২ বছর ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু বিবাদী কিছুদিন ধরে আমার সম্পত্তি জোর পূর্বক দখল করার পায়তারা করে আসছে। তার পেক্ষিতে আমি বাদী হয়ে বিবাদীর বিরুদ্ধে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত খুলনাতে একটি দেওয়ানী মামলা করি। যাহার মামলা নং- ৮৫/২১ তারিখ- ১১/০১/২০২১ ইং, যাহা বিরাধীন আছে। এমতাবস্থায় ইং ৩০/১২/২০২১ তারিখ সকাল অনুমান সকাল সাড়ে নয়টার সময় বিবাদী উক্ত আদালতের আদেশ অমান্য করে তার সম্পত্তির মধ্যে অনধিকার প্রবেশ করে ও সম্পত্তি থাকা তিনটি মেহেগুনি ও একটি কাঁঠাল গাছ সহ বসত ঘরের সাথে থাকা দোকান ঘর ভাংচুর করে ক্ষতি সাধন করে। যাহার ক্ষতির পরিমান ৫০,০০০/- টাকা। সম্পত্তিতে থাকা দোকান ঘর ভাংচুর করে সে আমার সম্পত্তিতে অবৈধ টিনসেট দ্বারা ঘর নির্মান করতে থাকে। তখন আমি দেখতে পেয়ে বিবাদীর নিকট এহেন কর্মকান্ড করার কারণ জানতে চাইলে বিবাদী আমার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমি বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করিলে বিবাদী আমারকে মারপিট করতে উদ্দ্যত হয়। ওজীবন নাশের হুমকি প্রদান করেন।
এ ব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান,থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।