এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে কৃত্রিম সংকটের কথা বলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ডিলারকে জরিমানা করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভূল্লী বাজারে মেসার্স এম. এল র্টেডার্সকে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ভূল্লী বাজারে সার ডিলার মেসার্স এম.এল র্টেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিক্রি করে আসছিলেন। স্থানীয় কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ডিলার ব্যবসায়ী মেসার্স এম.এল টেডার্স প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সদর উপজেলার নবাগত সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মনোয়ার হোসেন।