মোঃ সাইফুল আলম বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার ৩১ডিসেম্বর সকাল ১০টায় মধুপুর মন এনার্জি স্টেশন বরাবরে এই ঘটনা ঘটে। মৃত নবি(২০) পিতা ইসমাইল হোসেন, ফরাদ(১৯) পিতা আমিরুল ইসলাম গুরুত্বর অসুস্থ, উভয়ের সাং ঘনিবিষ্টপুর। ঘটনা সূত্রে জানা যায় মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ ৫৪-৫১৫২) আরোহী দুইজন ঠাকুরগাঁও শহর মুখি এবং ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা (বগুড়া-ট ১১-১৯০৭) ট্রাকটি রুহিয়া মূখি ছিল। পথে মধ্যে এই ঘটনা ঘটে। ঘটনার পরেই ট্রাক ড্রাইভার পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনা স্থানে রুহিয়া থানা পুলিশ পরিদর্শন করেন। প্রতিবেদন করা পর্যন্ত যোগাযোগের কোন মাধ্যম পাওয়া যায়নি।