আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
"নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি" এই স্লোগানকে সামনে রেখেই টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ’জয়িতা অন্বেষণে বাংলাদেশ ' শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত এবং মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার আক্তার, অরণখোলা ইউপি চেয়ারম্যান আঃ রহিম, অধ্যাপক আঃ আজিজ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্তণ শিক্ষক আঃ জলিল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ বছর মধুপুর উপজেলায় ৫জনকে শ্রেষ্ঠ জয়িতা উপাধিতে ভূষিত করা হয়। এরা হলেন মোছাঃ মাহফুজা বেগম, মোছাঃ মালেকা বেগম,রানু রানী নাথ, রাহেলা খাতুন ও ছায়া রানী দেবনাথ।