সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের পাচমাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় শিরিন খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। সে পোড়াহাটি গ্রামের মৃত মহি বিশ্বাসের স্ত্রী।
আরাপপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সকালে গোয়ালপাড়া এলাকায় বোনের বাড়ি থেকে হেটে নিজ বাড়িতে ফিরছিল শিরিন। পথিমধ্যে পাচমাইল নামক স্থানে পৌছালে মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসা একটি পিকআপ তাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী। পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ।