সাইদুর রহমান,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।। গতকাল দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গভর্নিং বডির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা। সেসময় নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অভিভাবকদের সাথে মতবিনিময়কালে তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথি এবং প্রতিষ্ঠিানের নানা সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন তিনি। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নে দেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানই এমপিওভুক্ত করা হয়েছে বলেও জানান।