সাইদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে জেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে। স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান বিষয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বিষয়ক এই মহিলা সমাবেশে সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. মনিরা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুল হামিদ খান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক নিলুফার রহমান, জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার, সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক।
সে সময় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি'র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ
জেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্সচারী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।