কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
অপরিছন্নতার অভিযোগে কোটচাঁদপুর শহরের দুই দোকানদারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ মাজিস্ট্রেট উছেন মে।( ০৯/০৪/২৩) রবিবার দুপুরে এ অভিযান করেন তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার দুপুরে কোটচাঁদপুর পৌর শহরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট উছেন।
এ সময় অপরিছন্নতার অভিযোগে দুই দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে কোটচাঁদপুর সমতা হোটেল কে ৩ হাজার,আর সাতক্ষীরা হোটেলকে ৫ হাজার টাকা।
ওই সময় তিনি আরো কিছু দোকানদারকে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করেন। দোকানদারকে বিভিন্ন বিষয়ে সচেতনও করেন তিনি।
এ সময় কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম ও হারুন অর রশিদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন,বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান করা হয়েছে। এ সময় অপরিছন্নতা থাকার অভিযোগে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে ৫ হাজার টাকা ও লেবে মূল্য, পণ্যের নামসহ ওজনের পরিমান লেখা না থাকায় সমতা হোটেলকে ৩ হাজার টাকা করা হয়েছে। তিনি বলেন, এছাড়া বাজারের আরো কিছু দোকানে সচেতনতা মূলক অভিযান করা হয়।