সন্তোষ কুমার সাহা, ধামইরহাট,(নওগাঁ) প্রতিনিধিঃ-
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) মৎস্য সপ্তাহের প্রথম দিনে দিন ব্যাপী মাইকিং, প্রচারণা ও সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ এর সভাপতিত্বে উপজেলা চত্তরে (২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) এই সাতদিন মৎস্য সপ্তাহ পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহনে মতবিনিময় সভা করে জাতীয় মৎস্য সপ্তাহ’র নানা দিক তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু, সাংবাদিক হারুন আল রশিদসহ প্রেসক্লাবের অন্যান্য সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।