মো: মনির হোসেন (স্টাফ রিপোর্টার):
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে চাটখিল উপজেলা প্রশাসন।
চাটখিল উপজেলা পরিষদ হল রুমে ৮ আগস্ট রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম এমপি।
এসময় চাটখিল বিভিন্ন অঞ্চলের ৭ জন অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এর আগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এইচ এম ইব্রাহিম এমপি।
আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের ইবু। বক্তারা মুক্তিযুদ্ধে বেগম ফজিলাতুন নেছা মুজিব এর অবদানের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় চাটখিলের বিভিন্ন অঞ্চল থেকে আসা রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি নিশ্চত করে সামাজিক দুরত্ব মেনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।