প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০১৮, ৭:০৩ পি.এম
ঘরে তৈরি করুন মজাদার ‘ডাচ অ্যাপেল কেক’
উপকরণ:
- ডিম ২টি,
- ক্যাস্টার চিনি (গুঁড়ো চিনি ) ৩/৪ কাপ,
- ভ্যানিলা এসেন্স ১ চা চামচ,
- মাখন ৮৫ গ্রাম,
- দুধ ১/৩ কাপ,
- ময়দা ১ কাপ,
- দারুচিনি ১/২ চা চামচ,
- বেকিং পাউডার ১/৪,
- আপেল ২টি সরু করে কাটা খোসা ছাড়ানো
পদ্ধতি:
- প্রথমেই ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটি প্রি হিট করে নিন।
- টেকসই বেকিং কাগজ দিয়ে চৌকো বেকিং টিনের বাক্সটিকে মুড়ে ফেলুন।
- একটি বড় পাত্রে দুটি ডিম, ক্যাস্টার চিনি, ভ্যানিলা এসেন্স ভোলে করে একসঙ্গে ফেটিয়ে নিন।
- মিশ্রণটি গাঢ় হলে ফেটানো বন্ধ করুন।
- একটি সসপ্যানে দুধ ও মাখন একসঙ্গে ফোটান।
- ঠান্ডা হলে ডিমের মিশ্রণটিতে সেটি মিশিয়ে দিন। ভালো করে ফেটিয়ে নিন।
- এরপর মিশ্রণে যোগ করুন ময়দা, দারুচিনি ও বেকিং পাউডার।
- ভালো করে ফেটান, যাতে ময়দা দলা না পাকাতে পারে।
- বেকিং কাগজ রাখা চৌকো টিনের বাক্সে মিশ্রণচটি ঢেলে দিন।
- তার উপর সরু করে কাটা আপেলের টুকরোগুলো রেখে, উপরে চিনি ছড়িয়ে, ওভেনে ঢুকিয়ে দিন।
- ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট
- বেক করার পর দেখবেন ডাচ অ্যাপেল কেক রেডি।
সম্পাদক : নিবাস ঢালী । বার্তা সম্পাদক : আশিষ কুমাৱ সাহা । প্রধান কার্যালয় এবং বার্তা অফিস : ৬৪/১,(খ) হাজী ইসমাইল লিংক রোড ৯১০০ খুলনা। বি:দ্র: এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । Copyright © 2022 banglarprottoy.com. All rights reserved.