মোঃ মুক্তাদির হোসেন।
গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। কেক কাটা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কগুলো সাজানো হয় ব্যানার ও ফেস্টুন দিয়ে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
বিকেলে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি শ্রমিক কলেজ ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তানভির মোল্লা,
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রী পরিমল চন্দ্র ঘোষ কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,এইচ এম আবুবকর চৌধুরী কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,দেলোয়ার হোসেন দুলাল , কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বশির আহমেদ, কালীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও , কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা দেলোয়ার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য আহমেদুল কবির কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর,আফসার হোসেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জুয়েনা আহমেদ, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভিপি আবুল হাসনাত টুটুল সরকারি শ্রমিক কলেজের সাবেক ভিপি মতিন খাঁন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রফেসর আমজাদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন শাওন, কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের ০৪,০৫,০৬ নং ওয়ার্ড কাউন্সিলর নার্গিস বেগম, কমিশনার,মোফাজ্জল হোসেন পটু জাসদ, কালীগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম , কালীগঞ্জ পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের ০১ নং,০২ নং,০৩ নং ওয়ার্ড কাউন্সিলর আমিরুনেছা প্রমুখ, উপস্থিত সকলের মঙ্গল কামনা করে, ছাত্রলীগের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।