ওসমান গনি ,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়া কান্দি ইউনিয়নে বালুয়াকান্দী গ্রামে আলাম সাহেবের শশুর মোঃহাজী জোহর আলীর উদ্দেশ্যে কুলখানি আয়োজন করা হয়।
আজ শুক্রবার মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নে বালুয়াকান্দী গ্রামে আলাম সাহেবের শশুর মোঃহাজী জোহর আলীর উদ্দেশ্যে কুলখানি আয়োজন করা হয়। কুলখানিতে ৮টি গরু জবাই করে ৫০০০ হাজার লোকের খাবারের আয়োজন করে আলাম সাবের শশুর মোঃহাজী জোহর আলীর মাগফেরাত কামনা করেন।হাজী জোহর আলী একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন তিনি গত ১২ আগষ্ট বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, দুই পুত্র সন্তান মোঃ বিল্লাল হোসেন, মোঃওয়াজ করনি, দুই কন্যা সন্তান ফারজানা আক্তার রোজিনা আক্তারকে রেখে মারা যান। ফারজানা আক্তার এর স্বামী মোঃ আলম সাহেবের সার্বিক তত্ত্বাবধায়নে এই কুলখানির আয়োজন করা হয়। কুলখানিতে গরিব মিসকিন অংশগ্রহণ করে আত্ম তৃপ্তি সহকারে খাবার খেয়ে হাজী জোহর আলী মাগফেরাত কামনা করেন।
এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন তারাও হাজী জোহরআলীর মাগফেরাত কামনা করেন। উল্লেখযোগ্য রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃআমিরুল ইসলাম.গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুতালেব ভূইয়া।বালুয়াকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন প্র গজারিয়া উপজেলা আওয়ামী সদস্য, হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃআক্তার হাজী। যুবলীগ নেতা জিতু খান বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবীব মেম্বার।বালুয়াকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃআল আমিন প্রধান।