নিজস্ব প্রতিবেদক।
পাইকগাছার রাড়ুলীতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ও মারপিটে ১০ নারী-পুরুষ রক্তাক্ত জখম হয়েছেন।শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে দক্ষিন রাড়ুলীতে এ ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় একাধিক মামলার আসামী বাঁকা ভবানীপুরের বাসিন্দা ডিস ব্যবসায়ী শাহিন গাজীসহ ৭ জনকে আটক করেছেন। আহতদের কারোর মাথা-হাত,কান,বুক ও পিটে আঘাতের চিহ্ন গুরুতর। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিন রাড়ুলীর অধির সরকারের মেয়ে সুমিত্রা তার এসএসসি পরীক্ষার্থী ছেলে কৌশিকের মারপিটের ঘটনায় প্রতিপক্ষ শিবপদ-শেখর ও অজিত সরকার গংদের বিরুদ্ধে থানায় জিডি করেন,যার নং-২৪৯। স্থানীয়দের অভিযোগ জিডি করে রাতে বাড়ী ফেরার পথে বাড়ীর কাছে পৌছালে আবারোও পরিকল্পিতভাবে এ মারপিটের ঘটনা ঘটে৷ মারপিটে লাঠি-সোটা, রড ও দা-কুড়ালেরএর ব্যবহার হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ পরিবারের। গুরুতর ভাবে জখমী বিধান সরকার ও রাজু মন্ডলকে খুলনার ২৫০শর্যা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্ত'র করা হয়েছে। আহত কার্ত্তিক বৈরাগী,তপতী,বৈশাখী সরকার ও প্রশান্ত মন্ডল খুমেক হাসপাতালে চিকিৎসা চলছে এবং সুমিত্রা সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। জানাগেছে, দক্ষিন রাড়ুলীতে সার্বজনীন মন্দির নিয়ে দু'পক্ষের দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পুকুরের মাছসহ ও পুকুর পাশ দিয়ে সরকারী অর্থায়নে চলাচলের রাস্তা নির্মানে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকাশ সরকার বাদী হয়ে প্রতিপক্ষ আহনজীবী সহকারী শিবপদ সরকার ও তার ভাই শেখর সরকার, শাহিন গাজী গংদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ বিষয়ে ওসি মোঃ রফিকুল ইসলাম জানান,মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে যার নং- জে আার ১৪৫/২৩ এবং অভিযান চালিয়ে ৭ ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।