অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
খুলনার কয়রায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং খুলনা ৬-(পাইকগাছা-কয়রা) জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
১৫ আগস্ট শুক্রুবার বিকাল ৫ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বালুর মাঠে শিমলার আইট ইসলামী যুব সংঘের আয়োজনে এ খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শিমলার আইট ইসলামী যুব সংঘের সভাপতি হাফিজুর রহমান মন্টু।
টুর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হালিম, মহারাজপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আহসাফুর রহমান, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জিএম মোনায়েম বিল্লাহ, সাইফুল ইসলাম, কাজী দ্বীন মোহাম্মাদ, কয়রা সদর ইউনিয়ন যুব বিভাগ সভাপতি ডিএম জাহিদুল ইসলাম, নাঈম হোসেন রকি, কয়রা ব্লাড ব্যাংক সভাপতি মোস্তফিজুর রহমানসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ফুলতলা স্পোর্টিং ক্লাব ও কেএম ফুটবল একাডেমী। টুর্নামেন্টে প্রথম গোলদাতা হিসেবে গোলবার স্পর্শ করেন কেএম ফুটবল একাডেমীর খেলোয়াড় হাফিজ এবং দ্বিতীয় গোলদাতা হিসেবে গোল করেন কেএম ফুটবল একাডেমীর খেলোয়াড় পলাশ। খেলায় চার গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন কেএম ফুটবল একাডেমীর খেলোয়াড় হাফিজ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন হারুন। খেলায় ৫-০ ব্যবধানে জয়লাভ করেন কেএম ফুটবল একাডেমী।
খেলাটি পরিচালনা করেন শফিকুল ইসলাম শরিফ ও ধারাভাষ্যে ছিলেন সাতক্ষীরার আশরাফ হোসেন।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১৫/০৮/২৫ ইং।