নিজস্ব প্রতিনিধি,সরদার বাদশা ।
এখন সৌদি আরবের সাম্মাম ফল খাওয়ার জন্য সৌদি আরব যাওয়া লাগবে । । সেটা পাওয়া যাচ্ছে ডুমুরিয়া উপজেলা খর্ণিয়া পাঁচপােতা ও কুলবাড়ীয়ায় । কৃষক শফিকুল ইসলাম মাছ ঘেরের আইলের মাচান করে সাম্মাম ফল চাষ করেন । আরও পাওয়া যাবে । খর্ণিয়া পাঁচপােতা বিলের ভেতর সাম্মান । চাষি আফজাল মােল্লার মাছের ঘেরে । চাষি আফজাল মােল্লা বলেন , সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধূসর মরুভূমিতে ফলা সাম্মাম খুবই জনপ্রিয় ও মূল্যবান । ফল । এর বাইরের আবরণ খুব শক্ত হলেও ভেতরে খুবই নরম , অনেকটা পেঁপের মতাে । দেখতে খানিকটা তরমুজ বা বাঙ্গি'র মতাে । পেঁপের মতাে দেখতে হলেও ফলের গায়ে এক রকম জাল - জাল দাগসহ সুঘ্রাণযুক্ত মিষ্টি ফল । গত কয়েক বছর আগে বাংলাদেশে আসলেও এই প্রথম ডুমুরিয়া অঞ্চলের শ্যামল মাটিতে খুব ভালাে ফলন ধরেছে । ইতােমধ্যে এলাকার অধিকাংশ সবজি চাষিসহ সর্বস্তরের মানুষের মুখে মুখে সাম্মামের নাম ছড়িয়ে পড়েছে । এই ফল দেখতে প্রতিদিন এলাকার চাষিসহ বেশকিছু মানুষ পাঁচপােতা বিলে যাচ্ছেন । কিভাবে এই সাম্মাম চাষে আগ্রহী হলেন জানতে চাইলে আফজাল মােল্লা ( ৪৫ ) বলেন , গত ৩ বছর ধরে আমি আমার চিংড়ি ঘেরের আইলে অফসিজন তরমুজ চাষ করে থাকি । চলতি বছর আমরা উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে লাভজনক নতুন নতুন সবজি চাষের ধারণা পেয়েছি । প্রতি বছরের মতাে বীজ কিনতে গেলে উপজেলার চুকনগর বাজারের একটি বীজের দোকানী জানান তরমুজের পাশাপাশি সৌদি আরবের অনেক সুস্বাদু ও মূলবান ফল সাম্মান ’ চাষ করে দেখাে , অনেক লাভ পাবে । তার কথা ও কৃষি অফিসের ধারণা মিলিয়ে আমি ১২ টাকা দরে ১৫ টি বীজ কিনে এনে প্রতি মাদায় ১ টা